গুচ্ছকবিতায় উজ্জ্বল কুমার মল্লিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। শব
বিবেক দিয়ে বন্ধক,
লাশ হ’য়ে আছি মর্গে,
সত্য গত বহুদিন;
চিত্ত আজ বোধহীন
তাই,চেতনা-বিহীন।
চলে কাপুরুষ,ভীরু
সাহসী উপাধি পায়;
মুখ্যু প্রধান দেখি যে
বেমালুম, বেমানান
বিদ্বান রয় সম্পুটে।
হায়রে প্রকৃতি গতি!
জঞ্জাল আর হুল্লোড়ে,
উন্নতি না অবনতি;
কলুষিত পরিবেশে
দংশিত বিবেক টুটি:
মনুষ্যত্বহীন সব,
উপায়ে শুধু শ্ব-বৃত্তি।
২। মিথ্যাচার
শিশুর মা হয়েছে গত বিনা ওষুধে,
ডেঙ্গু রোগে;ডাক্তার লেখে অজানা রোগ,
সরকারী চাপে নত, চাকুরী বাঁচাতে।
ন্যায়, নীতি, আদর্শ সব জলাঞ্জলি,
নিজ-পদ কেবলই, পদোন্নতি ভেবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারী ইস্তাহারে,
আলো করে কত মুখ টিভি’র প্রচারে।
অভিযান রোগের ক্রমাগত,বাহক
মশক সাথে;শহর থেকে গ্রামান্তরে।
হায় রে শাসক কুল! এতো মিথ্যাচার!
ঈশ্বরের আসনও বুঝি টলে,নামে
অভিশাপ নানাভাবে ,ফণী, বুলবুল
রূপে, মনুষ্যত্ব বিহীন মানব কুলে;
বিনাশ বুঝি জাতি, মহামারী প্রকোপে।