ক্যাফে কাব্য -তে সুদেষ্ণা রায়

রক্ষাকবচ মুহূর্তরা

শুধু একটা টিপ পরলে-ই যদি সব মিটে যেত,
তবে কেন মিটিয়ে নিলি না
মান-অভিমান,
লাল শাড়ি আর পলাশফুলের মতো?
শুধু যদি অগোছালো চুলের বেণী-ই হ’তে পারতো সমাধান,
তবে, আঙুলগুলো অতিথি হ’লে,
কি আর এমন জাত যেত?
শুধু যদি ঠোঁটের রঙে-ই ঢাকা পড়তো
আজীবনের বিবর্ণতা,
মন্দ বাসার ভয় পেয়ে
এতোটা মন্দবাসা নেহাত-ই অদরকারি।
এমনভাবে-ই ভাবতে চাই,
ভাবতে গিয়ে রোজ হারাই
অন্যরকম হবো ভেবে
অন্যদের-ই স্রোতে।
সাতটি দিনের সাতকাহন,
অভ্যাস আর আত্মহনন,
রক্ষাকবচ মুহূর্তরা
হারায় মুহূর্ততে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।