কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

ইচ্ছে

কাঁসার বাসন হারিয়েছে ভরা পূর্ণিমায়
কুল কুলোতীর ব্রত লক্ষ্মীর সরা ঢাকা পানপাতা,
জাগর সঙ্গীতে আলপনার শ্রীশ্রী পাঁচালী
দীপগাছার নীচে মাত্র পাঁচ কুনকে আন্ধার
ছড়িয়ে পড়ছে এতো,আসলেতো মরে যাচ্ছি রোজ
আদরের ইচ্ছে তবু ঢেকে দিচ্ছে খসখসে কাগজের গাল
শুধু যে যে রাতে হাওয়া দেয়
ক‍্যালেন্ডার ছটফটিয়ে জল নামে ছবি থেকে
ফোন আসে রং নাম্বারে,ভিতু গলা
এই অবধি হাওয়া থেমে যায়
গরম তাওয়ায় লাফিয়ে ওঠে মফস্বল,ধুলো ঘূর্ণি
হারিয়ে ফেলেছি ফুটন্ত কড়াইয়ে ঝাপ খাওয়া
লোকালয় পালানোর গলিঘুজি সেদ্ধ নুডলস
কুপিহাতে অহরহ নদী-উন্মাদিনী তবু
রোয়াক থেকে জলকে নামে যেই
অলক্ষ্মী পায়ের পাতায় ছলকে ওঠে উঠোন
দপদপে জোনাকি আঁধারে
ওই সন্ধের হরিণ বন,ওই সে অপরাজিতার নীল নৌকো
আর পূর্বী ঠাটে ভিজে ওঠা তার ভিতু স্বর
আমি শুনিনি শুনিনি

শুধু ইচ্ছে করেছিল!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।