এবার ধান খৈ ছড়িয়ে পাখিদের ডেকে আনো জানালায় ,
তারা তোমাকে একটা আকাশ চেনাবে ।
আকাশ থেকেই সমুদ্র আর স্থলের এবং আলো আর অন্ধকারের
আসল পার্থক্য বোঝা যায় ।
কান্না জল –(ছয় )
চলো এই সন্ধ্যা বেলায় পুঁতে রাখি উঠোন ঘিরে নীরব স্বপ্নবীথির ঘাস ঘুম ।
অচেনা ঘোড়সওয়ার সামাল দিতে না পারলে বিলীন হয়ে যেতে পারে
সুদূর প্রেইরি অথবা পম্পাসের প্রান্তর , লাগামের স্বাধীনতা ঘোড়া বোঝে না ।
চলো নক্ষত্রফল কুড়িয়ে আনি , প্রতিশ্রুতিবদ্ধ গাছের তলা থেকে ,
তারপর জোছনাজলে ডুবিয়ে রাখি অনাবিল খৈ রঙের আনন্দ ।
সমুদ্র সৈকতে হেঁটে যাওয়া প্রেমিকাদের পায়ের ছাপ জন্মান্তর পেরিয়ে গেছে ,
তারাকি এখনও বোঝে ঘোড়ার খুরের সহধর্ম শব্দ !
নোনাজলে ক্ষয়ে যাওয়া দৈনন্দিন যুগান্তরের ছাপ
শুধু অপেক্ষাতেই মরে গেছে যারা চিরটাকাল , আজকের ঘোড়ার খুরের প্রজ্ঞানিকলিপি কি তারাই !