কবিতায় নির্ময় সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালো থেকো প্রিয়তমা
ভালো থেকো প্রিয়তমা
তোমার নিজের বাসায়
সকালের সূর্য দিচ্ছে উঁকি
তোমাকে ছোঁয়ার আশায়।
ভালো থেকো প্রিয়তমা
প্রদীপ জ্বলা সাঁঝে
চশমার পেছনে চোখ দুটি
তোমায় আজো খোঁজে।
ভালো থেকো প্রিয়তমা
তোমার বৃষ্টিভেজা সন্ধ্যায়
এ হৃদয় আজো একলা
তোমারি অপেক্ষায়।
ভালো থেকো প্রিয়তমা
তোমার সাজানো বাগানে
ভোরের ফোটা ফুলটাও
বেঁচে আজো তোমারি যতনে।
ভালো থেকো প্রিয়তমা
তোমার সুখে আর উল্লাসে
আমি আজো একা আছি
তোমায় ভালোবেসে।
ভালো থেকো প্রিয়তমা
রাতের ঘনকালো আঁধারে
জোনাকি হয়ে দেবো আলো
তোমার রুদ্ধ দ্বারে।
ভালো থেকো প্রিয়তমা
তোমার একলা বিছানায়
দুরত্ব গিয়েছে বেড়ে
মোদের দাম্পত্যের সীমানায়।।