দীপ্তি মানাই ঘোষ,প্রথম দশকের শেষের দিকে লেখালেখির সূচনা লগ্ন।প্রথম প্রকাশিত লেখা হয়-চৌডল পত্রিকায়।লিখছেন প্রথমসারি লিটল ম্যাগাজিন গুলিতে। বহমান জীবনের যা কিছু সত্য আন্দোলিত করে, যা কিছু হৃদয় নিঙড়ে উঠে আসতে চায় তা-ই লেখার প্রেরণা। আর একজন পাঠকও যদি ভালোবাসে, সে-ই প্রেরণা হয়ে ওঠে।
অভিমান
সেই অন্ধকার।যখন তুমি বুঝবে তোমার বাহাদুরির কঠিন হৃদয় আসলে পাখির চেয়েও নরম।মাছের থেকেও ঠাণ্ডা।
প্রেম
একটি সমুদ্র।যার নাম নেই।অবয়ব নেই।সীমা নেই।সম্পর্ক নেই।সংখ্যা নেই।শুধু বয়ে চলা আছে।