কবিতায় গোলাম রসুল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পথিক স্তম্ভ
পথিক স্তম্ভ ভেসে যায়
আমি কিছু জানি না
সন্ধ্যা নামছে
অন্ধকার কাগজ
দোকান পুড়ছে চাঁদ
প্রাচীন ধূপের গন্ধ
পিতলের স্টেশনে ঘন্টা বাজছে
হাড়ের তৈরি শূন্য
পৃথিবী উড়োজাহাজ
জানলায় মেঘ
বৃষ্টি পড়ছে আলো
রাত্রি কাল
সোনার বাক্স
কবরগুলো নিজে থেকে খুলে যায়
ভেতরে নদী
পথিক স্তম্ভ ভেসে যায়
প্রতিধ্বনি
ফাঁকা মাঠ ছুটছে
সুদূর প্রসারী তার হারিয়ে যাওয়া
ছোটো একটুখানি দুঃখ তাও অজানা
হৃদয়ের কিছু দেখা যায় না
মানবতা অনেকটাই খেয়ে নিয়েছে কুয়াশা
পোকা ধরা গাড়ির অনন্ত কাল
নির্জন যুদ্ধ শিবির
হাতে আতঙ্ক
জলের আলোয় সন্দেহ
বৃষ্টি পড়ছে ছোটো ছোটো ঘর বাড়ি
পুরোনো মেঘের গ্রাম
বজ্রপাতে দোকান পুড়ছে সন্ধ্যায়
রাস্তায় দোটানা প্রেম
একটি বিরহ স্তম্ভ
শূন্যের চলে যাওয়া
প্রতিধ্বনি শোনা যায়
শরীর প্রাচীন শহর
এখানে অনেক পাথর
আকাশে কঠিন আলো গুলো সহজে জ্বলে ওঠে
অন্ধকার কাদার ওপর দিয়ে ছুরির ধারের মতো এসে পড়ে জলের ওপরে
আর মরা মানুষ একবার নড়ে ওঠে
জীবন এই রকম
নৃশংস হত্যার সময়কে নিয়ে একটি ঘরের তৈরি
দুটো রাস্তা ফিরে গেছে দুটো মানুষের মতো
দূপুরের সংসার
ভেঙে পড়ে আছে গাড়ি
না দেখা শূন্য
একটি পালকের আশ্চর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে
ঝিঁঝিঁর স্বরলিপি
আমাদের যাতায়াত বিরহের মতো
ফাঁকা মাঠের উদাসীনতায় বিলুপ্ত হয়ে গেছে বিকেল
সন্ধ্যা নেমেছিলো নদীর ঘাটে
দিগন্তে গাছের মেঘ
আর আমাদের জরাজীর্ণ প্রার্থনা
শেষপর্যন্ত একটি দীর্ঘশ্বাস উড়ে গেলো
অনন্ত অসীম
শরীর প্রাচীন শহর
এখানে পাথর চেয়ে থাকে
আর আকাশে আলো গুলো জ্বলে ওঠে