একটা প্রস্তাবিত অবক্ষয় ডানা মেলছে আকাশে
শূন্যের স্তম্ভ দিয়ে তুলেছি দালান ঘর
থরে থরে সাজানো মহাশূন্যের আসবাব
আশা হারিয়ে ফেলছি ক্রমশ
আত্মিক দৈন্যতায় আমরা দিশেহারা
সময়ের বিষন্নতায় তীর ছুঁড়ছি এলোপাতাড়ি
মূল্যবোধের আদিম হিংস্রতা আমাদের মননে
বিশ্বাসের আড়ালে অবিশ্বাস ডানা
মেলছে
প্রেমের নদীতে বক মাছ ধরে চলছে ক্রমাগত
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন