কবিতায়ণে সন্দীপ গাঙ্গুলী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আসবে তো ……
তোমার কাছে কোন অভিযোগ নেই,
তোমার উপর কোন অভিমান নেই,
আছে ঋণ ভালোবাসার ঋণ,
প্রেম বদলের ঋণ।
আগে তুমি আমাকে না দেখে দিন কে রাত হতে দিতে না,
এখন কত রাত চলে যায়
খোঁজো না আমায়।
আগে থাকতাম বর্ষার অরণ্যে সজীব,
এখন শীতের শুস্ক পাতায় অগোছালো।
তবুও মনে রেখো পারের শাড়িটা পড়ি
যদি তুমি পথ ভুলে….
মনে রাখবে তো সব
না না এ জনমে নয়,
এখন তো অন্য কারোর ঘর।
আবার আসবে তো?
নাই বা হল এ জনমে।
সময় বদলে জনম বদলে
আমি আবার আসবো,
না না এত তাড়া নেই
হয়তো অনেক যুগ পরে,
তোমার নীল চোখের তারায়,
উদাস বাউল গানের খেয়ায়,
না লেখা কবিতার ছন্দে,
মনে রাখবে তো ভালোবাসবে তো ……