উৎসবের এই অঙ্গনে সবার আমন্ত্রণ রইল

সৃজনশৈলী, কোলকাতার উপস্থাপনায় আগামী ২২-২৪ নভেম্বর ‘১৯, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত,নটী বিনোদনী আর্ট গ্যালারিতে(স্টার থিয়েটার), যার ঠিকানা – ৭৯/৩/৪,বিধান সরণি,শোভা বাজার, হাতিবাগান, কোলকাতা-৬, সেখানেই শুরু হতে চলেছে চিত্র প্রদর্শনী, আলোকচিত্র ও ভাস্কর্যের প্রদর্শনী।
আগামী ২২ নভেম্বর,১৯ বিকেল পাঁচটায় এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ও অন্যান্য দিনগুলোতে সবার আমন্ত্রণ। সকলের অংশগ্রহণে ‘দৃষ্টিকোণ’ শিরোনামের এই অনুষ্ঠান সর্বাঙ্গসুন্দর ও সার্থক হয়ে উঠুক।

https://m.facebook.com/story.php?story_fbid=2444304259178440&id=100007966683633

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।