• Uncategorized
  • 0

‘অলৌকিক হাওয়া এক আলো অন্ধকার আয়ু’ – বইচর্চায় হীরক বন্দ্যোপাধ্যায়

বই – অলৌকিক হাওয়া এক আলো অন্ধকার আয়ু

রচনা – সত‍্যপ্রিয় মুখোপাধ্যায়
আলোচক ।। হীরক বন্দ্যোপাধ্যায় ‌।।

সত‍্যপ্রিয় মুখোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত কবি
এবং সম্পাদক বাংলা সাহিত্যের পাঠক মাত্র ই
জানেন।কিন্তু তিনি যে কাব্য নাটকেও এতটা সিদ্ধহস্ত অনেকেই তা জানেন না।
আকাশ প্রকাশনা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার অসাধারণ কাব্য নাটক অলৌকিক হাওয়া।
এটা ঘটনা আমাদের দেশে মূলত বাংলা ভাষায়
প্রকাশিত বুদ্ধদেব বসুর কাব্য নাটক গুলি পড়েন নি এমন পাঠক বিরল।এছাড়া সবার উপর তো রবীন্দ্রনাথ আছেন ই।
কৃষ্ণ ধর রাম বসু আলোক সরকারের কথা কবি সত‍্যপ্রিয় মুখোপাধ্যায় নিজেই উল্লেখ করেছেন
ভূমিকাতে।এমনকি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় এর কথা।পূর্ব সূরীদের মধ্যে তরুণ সান‍্যাল ও মণীন্দ্র গুপ্তের কথা উল্লেখ করতে চাই এবং অবশ্যই প্রেমেন্দ্র মিত্র ও মোহিতলাল মজুমদারের কথাও।
কিন্তু সত‍্যপ্রিয় মুখোপাধ্যায়ের অলৌকিক হাওয়া একেবারেই তার নিজস্ব আঙ্গিকে প্রতীয়মান।এবং বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে গভীর অর্থবাষ্প নিয়ে আমাদের কাছে ছুটে আসে।
নাটকের মোড় বারবার ফিরিয়ে দিচ্ছে ঊর্মিমালা। যেখানে নায়ক তনুময় অসহায়।
এখানে জীবনানন্দীয় একটা ব‍্যাপার ঘটছে।
ঐ…অর্থ নয় কীর্তি নয়,এক বোধ কাজ করে…
যা ঘটছে তনুময়ের জীবনে।
এই নাটকে বলার মতো যা তা হলো বিশেষত রচনার আঙ্গিকে।অদ্ভুতভাবে পাঠকের সঙ্গে
এক অলৌকিক সম্পর্ক তৈরী করে। সংকেতে সংকেতে বার্তা পাঠায়।
এ প্রসঙ্গে কবি শঙ্খ ঘোষের একটি কবিতার লাইন মনে পড়ে যায় : …শষ্পমূলে ঘিরে রাখো
আদরের সম্পূর্ণ মর্মর…
এই কাব‍্য‍ নাটকে তনুময়ের জীবনে আমরা যা দেখতে পাচ্ছি ,তা কিন্তু আকস্মিক তোলপাড় নয় কোনো নির্দিষ্ট সম্পর্কের জন্য উথালপাতাল ও নয়।তা হলো অনমনীয় মানবজীবনের এক নির্বাপনশীল শিখা।যা দৈনন্দিন জীবনযাপনের
যে ঘূর্ণিঝড় তার ভেতরেও চিরজীবী।
যেখানে বর্তমানকে কেন্দ্র করেই অতীত ও ভবিষ্যতের দিকে ক্রমাগত ছড়িয়ে যায়।
এবং শেষমেশ শেষ নেই যেন, সীমানা প্রাচীর ও নেই কোনোখানে।
আসলে যেমন একটা মিনিটের পর একটা মিনিট আসে, এবং একটা দিনের পর আর একটা দিন।অপ্রত্যাশিত ভাবে ঠিক তেমনি আসছে তনুময়ের জীবনে।
অসাধারণ এই রচনাটি সুখপাঠ্য যেমন তেমনি
বুদ্ধিদীপ্ত।কবির কাছে আরো এই ধরনের কাব্য নাটকের আর্জি র ইলো।
প্রচ্ছদটি সুন্দর, অভিজিৎ রায় এই ব ইটি প্রকাশ করে তামাম বাংলাসাহিত‍্যের পাঠককে মুগ্ধ করেছেন।আর কবি স্বয়ং আমাকে নাটকটি
উৎসর্গ করে আজীবন কৃতজ্ঞতার পাশে আবদ্ধ
করেছেন।এই জয়ের ধারা চলতে অচঞ্চল থাকুক।

# অলৌকিক হাওয়া -সত‍্যপ্রিয় মুখোপাধ্যায়
# আকাশ প্রকাশনা #পয়ত্রিশ টাকা
# উৎসর্গ #কবি ও কথা সাহিত্যিক হীরক বন্দ্যোপাধ্যায়কে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।