সাতে পাঁচে কবিতায় নরেশ বৈদ্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সমস্যা কোথায়?
প্রকৃতির চলনের থৈ থৈ তালে
সংখ্যা বদলে গেলো
নিয়মের যাপিত সীমায়
মানো কিংবা নাইবা মানো
উৎসুক চোখ চেয়ে থাকে ঠিক
অন্তর বুননের গভীর পাতায় ।
দাতার কৃপণতা নিকষ কালো
তেষ্টাতেও,মেলে না পানি
মধুর সুগন্ধ ফুরিয়ে গেলে
অনাদর হার মানা হার পরাবে কি গলে?
দোরটা খুলে দেখলে ক্ষতি কি আছে?
ভিজতো না হয় খানিকটা শুকনো চিড়ে
গঙ্গার জল বাসি হলেও,
মিষ্টি মুখর শত বিরহের সুর ঝরে।
চুপটো থাকলে পরে জোরসে ঝটকা লাগে
উদার বক্ষেও,ধরে জ্বালা
আগল ভাঙ্গা মন চেনা মোহনায়
কখনো কি বলবে অসাম শালা,অসাম শালা?