রাজা ফরমান জারি করলেন। রাজস্ব চাই। কাজ চাই। অর্থ প্রয়োজন। খেটে খাওয়া মানুষ বলল ঠিক ঠিক, নইলে না খেয়ে মরব কি?
মানুষের প্রাণ ভয়ে ধুকপুক করে। এতটুকু ক্ষুদ্র রক্তবীজ কোভিড ভাইরাস। নিঃশব্দে নিঃশ্বাস বেয়ে ছড়িয়ে পড়ছে।
শুধু মানুষেরই রোগ হয়। অন্য প্রাণীর কোন ক্ষতি নেই। বাকি পৃথিবী, মানুষজাতি ভীত হয়ে যান্ত্রিক ভোগের লম্ফঝম্প কমিয়ে ঘরে ঢুকে থাকায়, হাঁফ ছেড়ে বাঁচছে।
তবে সব বন্ধন খুলে দেবার পর মানুষের কি হবে ?
ডারউইন সাহেবের থিওরি চলবে মনে হয়।
যাদের জিনে টিকে থাকার শক্তি, তারাই পৃথিবীটাকে শাসন করবে এবার।
ধনী দরিদ্র বর্ণ জাতি নির্বিশেষে এই ছাঁকনি এবার ছেঁকে নেবে কার অধিকার রইল পৃথিবীর মাটিতে পা রেখে দাঁড়িয়ে থাকার।
সমস্ত মানব জাতিকে মাথা নীচু করে মেনে নিতেই হবে এই ফলাফল।
সকলের জন্য মঙ্গল কামনা রাখলাম।
ফরমান
বুজুর্গ ইয়ারদোস্ত তবু
কিছু দড়ি টানাটানিও আছে
জীবন মরণ বন্ধু হে
শক্ত শক্ত ফাঁদ গর্ত
চোরাবালি খাদ
পেতে রাখো পায়ে পায়ে
উঠে আসি
গালি দিই প্রাণ ভরে
ঘুষ দিতে পান্না হীরে আঙটি নিয়ে
বস পাশে
ভাব ভাব, ফের খেলা শুরু।
এই পাশে দাঁড়িয়ে রয়েছি
সামনে দুরন্ত ঢেউ
যাব কি ওপারে ?
নাও যদি যাই
চল আজ মধুশালা
ভরে নিই সোনা রঙ সুরা আনন্দের
বানভাসি বন্ধু হে আমার