এই যাপিত জীবনে কতশত মিথ্যের সাথে রোজ বাঁচি! কত মিথ্যে প্রতিশ্রুতি শুনে এখনও প্রবোধ মানে মন, অকারণে আজও একাকী নির্জনে হাসি এখনও আমার আকাশে অস্তরাগে সূর্য জাগে এখনও ভালোবাসি বলতে শিহরণ জাগে এখনও হরিৎ হিজলের ডালে রোদের লুকোচুরি খঞ্জনার চকিত চাহনি নদীর ছলাৎছলাৎ ঢেউ বুকেতে বাজে এখনও তোমায় লিখতে বসে কত বিনিদ্র রাত জাগি ! এখনও আরেকটা সকাল দেখবো বলে জাগি!