মেহেফিল -এ- শায়র শাহীন রায়হান
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কালমেঘা গ্রাম
আমার প্রিয় স্বপ্ন কুটির আমার কলরব
ধুলোমাখা সোনার স্মৃতি উঠলে জেগে সব
হাতড়ে বেড়াই হৃদয়টাকে স্মৃতির মিনার ধরে
স্মৃতি যেন সপ্ত ডিঙি আমায় আকুল করে।
স্মৃতির পথে স্বপ্ন রথে একটু বাড়াই পা
অমনি দেখি হাতছানি দেয় দূরের সবুজ গাঁ।
গাঁয়ের পরে আমতলাতে তেপান্তরের মাঠ
মাঠ পেরুলে দেখবে প্রিয় রূপ সোনালী হাঁট।
গ্রাম যেন ইন্দ্রধনু সাতটি রঙের খাম
হাজার মায়ের আদরমাখা কালমেঘা তার নাম।
পূর্বদিকে রূপোর নদী নৌকো বাঁধা ঘাট
রামশালিকের কিচিরমিচির বৌঠোরানীর হাঁট।
দেখবে হাঁটে গাঁয়ের মাঠে লোকের আনাগোনা
এ গাঁয়েরই পথের ধুলায় আমার স্বপ্ন বোনা।
এ ধুলা মা মায়ের মতো দেয় আদরে চুম
বেলাশেষে এখানেই হয় যেন শেষ ঘুম।