কবিতায় পদ্মা-যমুনা তে আলামিন হুসাইন
by
·
Published
· Updated
খোকা
তুমি নয়কো হাচুর পিতা
তুমি যে মোদের পিতা,
তুমি যে সবার বঙ্গবন্ধু
বাংলার জাতির পিতা।
তুমি নাকি সায়েরার খোকা
ভুল বলেছে,যে বলেছে একথা,
তুমি হলে বাংলার খোকা
যে এনে দিয়েছ স্বাধীনতা।
শুনলাম তোমার বাড়ি টুঙ্গিপাড়ায়
ওরা তো জানে নারে খোকা,
পুরো বাংলাই তোমার বাড়ি।
কে বলেছে তুমি হারিয়ে গেছ
তুমি আছ আমাদের হৃদয়ে,
যতদিন বেঁচে আছে তোমার ছেলেরা
হারাবেনা তোমার স্বধীন বাংলা
তুমি রবে অন্তরে, প্রিয় খোকা।।