মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার
by
TechTouch Talk
·
Published
· Updated
গলি বেয়ে নীলের কাছে হাজির
তোমাকে দেখতে গিয়ে
চশমার ফ্রেমে গেঁথেছি বিষাদের সুর
সে দিনের বিরহের বাসন আজ
বহুরুপী জলের ক্বদরে গাইছে গান!
তোমাকে দেখবো বলে
ইভার কাছে ইচ্ছে করেছি সমর্পণ
জ্বালাতনের পাটাতন বেয়ে সুর ভেসে আসে
স্মরণ করায় কফি হাউজের সে আড্ডার কথা।
শোভন চেয়ারে চড়ে
স্বপ্ন নিয়ে গিয়েছি রূপনগরের কোলে
লালবাগ কেল্লার ঘাসের কাছে রেখেছি
স্মৃতিসৌধের সেই ফলকের ইশতেহার।
আজ সব হারিয়ে
বিরহ বিষাদ মালা গেঁথে
পুরান ঢাকার গলি বেয়ে নীলের কাছে হাজির
বিনাকায় রেখে এসেছি সব হারানোর ব্যথা।