মেহেফিল -এ- শায়র মাহফুজুর রহমান আখন্দ (নির্বাচিত কবিতা)

কাণ্ডজ্ঞানের চাষ

লকডাউনের দেয়াল ভেঙেছে আজ
কারাবন্দী মানুষগুলো মুক্তির উল্লাসে মেতেছে যেনো
বেপরোয়া লাশের মিছেলেও ভয় জাগে না বুকের ভেতর
দয়ামায়ার শেষ প্রলেপটাও মিশে গেলো মাটির সাথে
করোনা ধুলোয়
খুব প্রয়োজন যাদের বাইরে যাওয়ার
অফিস পাড়ায় কিংবা কর্মযজ্ঞের মাঠে
কপালে ভাঁজ পড়েছে তাদের
কি অমানবিক, করোনার আতঙ্ক নিয়ে অফিস করা যায়!
জীবনের ভয়-ডর বলে কিছু আছে তো নাকি?
কাজ নেই যাদের, বাউড়ি বাতাসে নাচিয়ে বেড়ায়।
কতদিন নানাবাড়ি যাইনি, দেখিনি খালার অভিমানী মুখ
বাজারে ঘোরাঘুরি হয়নি কতকাল
কতোদিন আড্ডা হয়নি চায়ের দোকানে
মরা লাশের মতো পড়ে আছে সাধুবাড়ির মাচাং
চলো জমে উঠি আবার
উল্লাসের আলো ঝলকানি তাদের চোখে মুখে
হায়রে বাঙালি! আড্ডা বুঝলে জীবন বুঝলে না
কাণ্ডজ্ঞানের চাষবাস কবে শুরু করবে বলো!
Spread the love

You may also like...

error: Content is protected !!