• Uncategorized
  • 0

প্রবন্ধে সত্যনারায়ন বিশ্বাস

মুখোশের আড়ালে

আমরা মানুষকে চেনার চেয়ে তাদের আন্দাজ করে নিতে বড্ড বেশি অভ্যস্ত!
মানুষটাকে তার মতো করে চেনার এত সময় কোথায়!
তার থেকে বরং নিজের মতো করে সাজিয়ে নিই তার জীবনটাকে, এঁকে নিই তার একটা চিত্রপট আমাদের মনের সামর্থ্য অনুযায়ী।
তারপর সেই চিত্রপটকে রাঙ্গিয়ে দিই কিছু সস্তা রঙ্গে! সেই রঙ্গে আসলে আমরা নিজেরা রঙ্গিন,তাই আমরা ভেবে নিই যে হয়তো সবাই রঙ্গিন হতেই পছন্দ করে! রকমারি রঙের ভিড়ে ভুলেই যাই যে সাদাকালো টাও একটা রং,কেও হয়তো সেই রঙ্গেই রঙিন।

নিজের প্রতি আমরা এততাই আসক্ত যে, সর্বদা অন্যের আদলে আমরা নিজেকেই খোঁজার চেষ্টা করি,সুযোগ পেলেই অন্যের আয়নায় উঁকি মেরে নিজেকে সাজিয়ে নিই।
তথাকথিত Social Life-এর সাথে আমাদের সামাজিক জীবনের সংজ্ঞাকে প্রতিনিয়ত গুলিয়ে ফেলি।
রঙ্গমঞ্চের পর্দার পিছনে যাওয়ার সময়ই হয় নি কখনও, আমরা তো সামনে থেকে মজা লুটে হাততালি দিতেই ব্যস্ত!
পর্দার পিছনে যাওয়ার দরকারই পড়ে না, দরকার পড়ে না বললে ঠিক হবে না, আসলে মানসিকতার অভাব!
রঙ্গমঞ্চের পর্দাটা সরিয়ে দেখার চেষ্টা করলে হয়তো আমরাও জানতে পারতাম যে, ঝিকিমিকি আলোর আড়ালে আজও আঁধার নামে, আমাদের চোখ ধাঁধানো নায়িকার রুপের প্রলেপের নীচে বলীরেখা আজও স্পষ্ট, সবাইকে হাসিয়ে বেড়ানো তথাকথিত জোকারটারও অশ্রু ঝরে…
কৃত্রিম মুখোশের আড়ালে সযত্নে সাজিয়ে রাখা এরকম হয়তো আরও অনেক সত্য প্রকাশিত হত, শুধুমাত্র হতে পারে না আমাদের মানসিকতার অভাবে…
আমরা হলাম গিয়ে ‘চলছে চলুক’ দলের মানুষজন, যেটা নতুন করে শুরু করতে অসমর্থ, সেটার তালে ভেসে যাই, স্রোতের বিপরীতে হাঁটতেই চাই না, চাইলে হয়তো আমরাও পারতাম…
যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারিনি,সেই স্বপ্নগুলো জোর করে লোকের চোখে বসিয়ে দিই,আর অপেক্ষা করি তার ঘুম ভাঙ্গার, কারন ঘুমের মধ্যেই সেই স্বপ্নগুলো যদি পূরণ করা যেত, তাহলে কবেই আমরা পূরণ করে ফেলতাম, পারিনি বলেই আমরা আজ ‘স্বপ্নের ফেরিওয়ালা’…
অন্যকে চিনতে আমরা এতোটাই আগ্রহী যে, তার একটা কথায়,তার ব্যবহারে,তার পোশাকে, তার চালচলন দেখেই আমরা তাকে চিনতে শুরু করে দিই, এখন তো আবার অন্যের রুপ দেখে তাকে চেনাটাই Trend হয়ে দাঁড়িয়েছে!
এই Trend -এ আমরাও ভেসে চলেছি, আর প্রতিনিয়ত ভাসিয়ে দিচ্ছি আমাদের মানসিকতাকে, তাতে হয়তো আমাদের কুৎসিত মানসিকতার গায়ে একটা উন্নত রঙ্গিন পলির প্রলেপ পড়ছে ঠিকই, কিন্তু ভিতর টা সেই পুরানো কদর্যই রয়ে যাচ্ছে!
তাতে কী, উপরটা জাঁকজমক করে সাজানো থাকলেই তো হল, ভিতর টা কে আর দেখে!   বাইরের চাকচিক্যই তো মন ভোলায়! আমরাও তো ভুলি,তাহলে লোকের আর দোষ কোথায়!!!!
-এভাবেই হারিয়ে যাচ্ছে নতুনত্ব, ভিড় জমা হচ্ছে ‘তোমার মতো’ দের, স্বপ্ন ফুরিয়ে যাচ্ছে ঘুমের মধ্যেই!
আন্দাজ তো করতে জানি,নিই না চেনার ঝুঁকি, অন্যের আয়নায় সাজাতে নিজেকে, নির্লজ্জেের উঁকি!
জীবনস্রোতের বিপরীতে স্রোতও গেছে থেমে,
কুৎসিত মন বন্দী আছে সৌন্দর্যয়ের ফ্রেমে!!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।