• Uncategorized
  • 0

দৈনিক ধারাবাহিক : মৃদুল শ্রীমানী

জন্ম- ১৯৬৭, বরানগর। বর্তমানে দার্জিলিং জেলার মিরিক মহকুমার উপশাসক ও উপসমাহর্তা পদে আসীন। চাকরীসূত্রে ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা সমাধানে তাঁর লেখনী সোচ্চার।

জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত

(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)

প্রাচীন ভারতে যে জেনেটিক্সের অসামান্য উন্নতি হয়েছিল, তার কোনো তুলনাই হয় না। সে কালে মুনি ঋষিরা ছিলেন সাংঘাতিক ক্ষমতাবান। তাঁদের জন্মের পিছনে জেনেটিক্সের চমৎকার দেখা যাবে। আমাদের ছোটবেলায় মেয়েদের মাসিক ছিল আলোচনা জগতের বাইরের বস্তু। ওই মাসিক হলে তাকে গুহ্য ভাষায় শরীর খারাপ বলে বোঝানো হত। ছেলেদের যে বীর্যপাত হত, সেটাও খারাপ চোখে দেখা হত। ও সম্বন্ধে বলা হত বীর্যপাত হলে আয়ুক্ষয় হয়। মুনি ঋষিরা ঊর্ধ্বরেতা বলে প্রচার থাকলেও আমাদের প্রাচীন গাল গল্প গুলি তার বিরুদ্ধ সাক্ষ্য দিচ্ছে। এই বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি অগস্ত্য এর কথাই ধরা যাক। বেদে এক উচ্চ পদাধিকারী দেবতা ছিলেন মিত্রাবরুণ। তিনি আদিত্য যজ্ঞে উর্বশীকে দেখে যজ্ঞ কলসের মধ্যে রেতঃপাত করেন। সেই শুক্র হতে অগস্ত্য জন্মান। ওঁর সাথে ওই একই কলস হতে আর এক নামকরা ঋষি বশিষ্ঠ জন্মেছিলেন।

চলবে….

Spread the love

You may also like...

error: Content is protected !!