জন্মদিনে শ্রদ্ধা

সুকুমার রায়
জন্ম ৩০ অক্টোবর, ১৮৮৭ মৃত্যু ১০ সেপ্টেম্বর, ১৯২৩
আজ শ্রেষ্ঠ ভারতীয় সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন। ‘আবোলতাবোল’ বকতে গেলে এখনো তিনিই একমাত্র সহায়। ‘হযবরল’ ভাবতে গেলে,করতে গেলে, ‘ঘেঁটে-ঘ’ করতে হলে তাঁকে স্মরণ করতেই হবে। তিনি ছড়াকার, তিনি লেখক, তিনি রম্যরচনাকার,নাট্যকার,প্রাবন্ধিক,শিশু সাহিত্যিক, সম্পাদক, ছাপাখানাশিল্পে এক অগ্রণী পথের পথিক। তাঁর হাতের ছোঁয়ায় ‘সন্দেশ’-এর সুস্বাদু স্বাদে ‘পাগলা দাশু’-রও পাগলামি প্রিয় হয়ে যায় বিশ্ববাসীর।তাঁর ‘চলচ্চিত্তচঞ্চরী’ নাটকের তুলনা চলে তেমন নাটক আর কই! স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা তাঁকে অমরত্ব দান করেছে। তাঁর জন্মদিনে টিম টেকটাচ টক-এর প্রণাম, শ্রদ্ধা।
লেখা – ভজন দত্ত