বিদ্যাসাগর কে যে ছিলেন
বলতে পারেন কেউ?
বাঙালির মনে ঢুকিয়ে দিলেন
লেখাপড়ার ঢেউ.
নিজের জাতি কে মানুষ করতে
কে বলেছে তাঁকে?
কেন তিঁনিই সকল নারী তে
দেখেন নিজের মা কে.
হিন্দু সমাজের নিয়ম ভেঙ্গে
বিধবাদের বিবাহ দেওয়া,
সাহস তো কম তার
কিসের এতো প্রতিজ্ঞা নেওয়া.
বাংলা, ইংরেজি শিখবে জাতি
ছেলে মেয়ে সব মিলে,
এমন ভাবনার পদ্ম এ বঙ্গে
ফুটেছিল কোন বিলে.
একদিকে নাকি দয়ার সাগর
গরিব দুখীর কাছে,
বিলিয়ে দিতেন তাঁদের কাছে
নিজের যা কিছু আছে.
আবার জাতির উন্নয়ন a
তিঁনিই সদা ব্যস্ত,
ইংরেজরা নাক সিটকালে
হতেন জ্ঞানী খড়্গহস্ত.
এতো শত করেও যখন
বাঙালির মন পান না,
বিদ্যাসাগরের মূর্তি নিয়ে তবে
কিসের মড়ার কান্না.
নিজ জাতি ভাষার সম্মানে
আনন্দে করো ঘর,
দশের ভালোয় নিয়োজিত হও
অন্তরে থাক বিদ্যাসাগর.