কবিতা – ক্ষমা পান (পাল)

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা
” ঈশ্বরচন্দ্র “
রামজয় তর্কভূষণ স্বপ্ন দেখার পরে,
হিমালয় ভ্রমণ করে ফিরে এলেন ঘরে।
১২ ই আশ্বিন ১২২৭ স্বপ্ন হল সত্যি,
পুরো নারীদের আগমনে ঘর যে হলো ভর্তি।
ছোট্ট শিশুর জন্ম নিল ভগবতীর কোলে,
তর্কভূষণ বেজায় তখন খুশি হলেন মনে।
শঙ্খধ্বনি করে সবাই শিশুপুত্র ঘিরে,
ঠাকুরদাস বাজার হতে আসছে সবে ফিরে।
তর্কভূষণ এগিয়ে তখন ঠাকুর দাশের তরে,
খবর দিল এঁড়ে বাছুর হয়েছে মোদের ঘরে।
দুধের অভাব ছিল ঘরে ভাবেন ঠাকুরদাস,
দুধে ভাতে না খেলে কি মিটে মনের আশ।
মনের সুখে ঘরে ফিরে গোয়ালে যেই গেল,
তর্কভূষণ তারে আঁতুড় ঘরে নিয়ে এলো।
এইযে শিশুপুত্র তোমার ভগবতীর কোলে,
বড় শুভক্ষণে জন্মেছে সে মহাপুরুষ বলে।
একগুঁয়ে ও দুষ্টু হবে তোমার এ সন্তান,
বড় হয়ে বাড়াবে এই দেশেরই সম্মান।
দেশের কথা দশের কথা ভাববে বড় হয়ে,
জগৎজোড়া নাম হবে তার ইতিহাসের বইয়ে।।