কবিতায় সৌমেন দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এর চেয়ে ভালো ছিলো
ক্ষয়ে ক্ষয়ে বয়ে যাওয়া প্রতিটা মুহূর্ত
‘গতকাল’ নামে দিয়ে যায় হাতছানি।
একটা ‘তুমি ছাড়া’ মানুষের আর্তনাদে
ছেয়ে যায় শূন্য রাজপথ, যত অলিগলি।
একটা ‘তুমি’ ছিলে বলে
শীতের সব পাতা ঝড়ার দিনগুলোও
ছেয়ে থাকতো বসন্তের একরাশ
লাল নীল হলুদের আনন্দে।
বেশ তো আমি ভালোছিলাম,
ভুলেছিলাম একটা ‘তুমি’ আছো ভেবে !
কী লাভ !
বলো কী লাভ পেলে !
‘তুমি নেই’ অনুভূতির একপেয়ালা হাহাকারে ডুবিয়ে ?
এর চেয়ে ভালো ছিলো,
তোমার সুখের জলসাঘরে
শখের ফুলদানিতে আমায় না হয় রাখতে সাজিয়ে,
একটা দুটো পড়তাম ঝড়ে মিথ্যে অভিনয়ে।
তবুও তো পেতাম সুযোগ
নিজের সৌরভটুকু দিয়ে রাখতে ভরিয়ে,
তোমার আলো ঝলমলে সোনালি সন্ধ্যা।
নিশ্চুপ নির্বাক অভিমানে ঝরে পড়ার
প্রহর প্রতীক্ষায় আমি না হয় হতাম
রাতের রজনীগন্ধা।