কবিতায় সৌম্য সিনহা 

আলাদা আলাদা 

প্রথমে ওদের থেকে আলাদা হলাম l
যাদের সাথে আমার কম করে কুড়িটি গরমের দুপুরের  কাঁচা আম চুরির গল্প
লেখা যেতে পারত
চার পাঁচটা শারদীয়া পত্রিকায় l
কষ্ট লাগত প্রথমটায়
তারপর বাধ্য আর ব্যস্ততায় কিভাবে যে অসম্ভব সব সম্ভব হয়ে গেল কবে !
তারপর ওদের থেকে থেকে আলাদা হলাম
মেয়েটা তখনও ওদের দেওয়া চকলেটের ঝোলে দুটো হাত মুখ গলায় ইচ্ছেমতো সাজিয়ে নিত নিজেকে l
সাবান , শ্যাম্পু , নারকেল তেল থেকে শুরু করে পেয়ারা কমলা লেবু কবে কখন কি ভাবে যে আলাদা আলাদা হয়ে গেল !
যখন টের পেয়েছি তখন নিজের জামা ,
নিজের গামছার বোধ ঢুকে গেছে মাথায়
একটা গেঞ্জি ঘুরিয়ে ফিরিয়ে তিন জন যে কখন কি ভাবে পরে নিতাম তার জটিল হিসেব আজও কি করতে পারলাম আমরা  !
না পারিনি l
সব হিসেবের হিসেব নেওয়া হয়না আমাদের l
ভেবেছিলাম আর আলাদা হওয়ার কিছু নেই
বসন্ত সবার কাছে প্রাণের হাওয়া বয়ে আনে কি ?
আমি কোনদিন আলাদা হতে চাইনি কেননা আমি জানি আমি আলাদা থাকতে পারিনা l
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।