কবিতায় রুনা দত্ত by TechTouch Talk · Published November 12, 2019 · Updated November 12, 2019 সীমারেখা চিবুক ঠোঁট স্তনগ্রন্থি ছুঁয়ে নাভিমূল উরুসন্ধি স্পর্শ করে যোনিতে লীন হয়ে যায় অনাঘ্রাত ভালোবাসা মুখমণ্ডল জুড়ে ফুটে ওঠে পূর্ণতার স্মারক চিহ্ন সম্ভোগ বলো আর যৌনতাই বলো আমি তো প্রেম ছাড়া তোমার আমার মাঝে অন্যায় স্পর্ধা কিছু দেখিনা আসলে ভালোবাসা যখন উন্মুক্ত হয় তখন তা সব সীমারেখা পার করে সঙ্গম স্রোতে ভেসে যায়।Spread the love