কবিতায় রাজীব পাল by TechTouch Talk · Published September 29, 2019 · Updated September 28, 2019 বাংলায় এম.এ। বেসরকারি স্কুলের শিক্ষক। কবিতা লেখা ও বিভিন্ন কবির কবিতা পড়া প্রতিদিনের অভ্যাস। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্রিকায়। মাছি ফিরে ফিরে আসছে আর বার বার খুঁজে নিচ্ছে জন্মদাগের মতো ক্ষত একটি গাছের নীচে নিঃসঙ্গ এসে দাঁড়াই পৃথিবীর নিশ্চিত শেষ প্রান্ত ভেবে একটি মাছি তবু ফিরে ফিরে আসছে জ্বালাময় দংশনে কঁকিয়ে উঠছে মায়ের মনের মতো দুর্বল ক্ষতটি।Spread the love