কবিতায় রতন বসাক

অসৎ-না-সৎ

অসৎ ভাবে উপায় করে
চলছে এখন যারা,
দেখছি আমি ঘরে বাইরে
সুখেই আছে তারা,
যেটা ইচ্ছে সেটাই দেখছি
কিনছে অর্থ দিয়ে,
চোখের সামনে হাসি মুখে
যাচ্ছে তারা নিয়ে ।
অনেক অর্থ থাকার জন্য
আছেন চিন্তা ভুলে,
যতই বাধা আসতে থাকুক
বাঁচেন মনটা খুলে ।
শরীর স্বাস্থ্য ভালোই আছে
চিন্তা বিহীন মনে,
দেখছি আমি সবার থেকে
বাড়ছে তারা ধনে ।
সত্য পথে চলতে গিয়ে
পাচ্ছি ভীষণ কষ্ট,
এত সাধের জীবন ভরে
সময় হচ্ছে নষ্ট ।
অর্থের কমি থাকছে সদা
যতই খেটে মরি,
কোথা গেলে পাবো অর্থ
কাকে আমি ধরি ?
কোন কিছু কিনতে গেলেই
ভাবতে থাকি আমি,
অর্থের অভাব থাকার জন্য
লাগছে ভীষণ দামী ।
মন লাগেনা কোন কাজে
যখন ঘরে আসি,
খেটে-খেটে সময় যাচ্ছে
উঠছে মুখে কাশি ।
সত্যের পথে পেলেটা কি
ঘরের সবাই বলে,
পারি নাতো উত্তর দিতে
হৃদয় এখন জ্বলে ।
ভাবছি এখন অসৎ পথে
গেলেই হতো ভালো,
অনেক ধনে অনেক সুখে
ঘরে থাকতো আলো ।
সত্য পথে পেলাম শুধুই
কষ্ট করেই চলা,
অসৎ কিছু দেখার পরেও
যাবে নাতো বলা ।
সুখ নয় শান্তিই হলো বড়
মহান মানুষ বলে,
তাইতো বুঝি বিবেক সদা
সত্য পথেই চলে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।