কবিতায় রাখী সরদার
দাবী
দাবী ও দাবীদারের কাছে
আমাদের চাওয়াপাওয়া পুরোমাত্রায় বন্ধক।
হাসতে গেলে মানা,
গাইতে গেলে ক্রোধে লাল
কথা নেই বার্তা নেই
অন্ধগলি ধরে নীরবে হেঁটে যাওয়া…
উচ্চবাচ্য করেছি কি
রক্তখেকো দানো বিরাট কফিন দেহে
হাঁ মুখে তেড়ে আসে।
পথের দুপাশে ন্যুড কালো অন্ধকার ।
চোখে মুখে পর্দা টেনে
আমরা এভাবেই হেঁটে যাব?কখনো বলবনা?
আমাদের রোদ্দুরের ভাগ চাই,
চাই আবীর আকাশ।