কবিতায় রাকেশ শর্মা

বিশ্বাসঘাতকের প্রেম

আজ আমি কলঙ্কিত,
না রাধার মতো প্রেমের নামে নয়:
বিশ্বাসঘাতকের মূর্তি হয়ে।
এই আকাশ আজ নীল;
কালো কালো মেঘগুলো জমাট বাঁধছে,
আমার পাশবিক দেহ কলঙ্কিত হয়েছে।
তোমার সিঁদুর মাখা মুখের ছোট টিপ:
আমার নিজের মুখ না দেখতে পারা কালো আয়না-
বুক চিড়ে রক্তে ভিজেছে আমার প্রেম।
তুমি সত্য, তুমি প্রেম, তুমি সাবিত্রী-
আমি শুধু পারিনি লক্ষিন্দর হতে।
চিতার আগুনে দগদগে দাহ দেহ জুড়ে;
এক ফোঁটা জল চাইছে চাতকের মতো…
Spread the love

You may also like...

error: Content is protected !!