• Uncategorized
  • 0

কবিতায় মণিশংকর বিশ্বাস

প্রতিধ্বনি 

“তোমার ভালো থাকা বা খারাপ থাকা অন্য কারও উপর নির্ভরশীল নয়”—  
শুকনো বাদাম পাতার মতো নির্জন এক গুম্ফায়, চূড়ার ঘণ্টাঘরে বসে  
আমাকে বলেছিলেন এক বয়োবৃদ্ধ হলুদ শ্রমণ। 
অথচ আমি তো জানি সুলতার রক্তে ম্যালেরিয়ার জীবাণু  
আমার শরীরে হাড় কাঁপিয়ে জ্বর এনে দেয়।  
অর্থাৎ আমার ভালো থাকা বা খারাপ থাকা শুধু নয়,  
আমার থাকা বা না-থাকাও খুব পরনির্ভরশীল। 
আর এই কথাই আজ গুম্ফার ঘণ্টাধ্বনির মতো  
ছড়িয়ে পড়ছে প্রতিটি জ্যোৎস্নায়— 
সুলতা, পার্থিবা, সোমশুক্লা, শফরী… 
যেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে
Spread the love

You may also like...

error: Content is protected !!