কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
গুহাচিত্র
যাবো না কিছুতেই।
পাথর কুঁদে বিচ্ছুরণ তোলে যে থেঁতো আঙুল
তার চোখে অন্ধ হয়ে আসবো রতি প্রার্থনা
একগুঁয়ে বাইসনের শিঙে
গেঁথে রাখবো শাদা হাড়ের অন্ধকার
মশালের গুড়ো গুড়ো আলো লেগে যাবো
উন্মুখ তার চোখের ওপর
পাথরের দেহ চিরে চিরে উপমার গোপন বরাবর
ঢেউ উঠে আসবো ঘূর্ণিনাচের ধ্যানমুদ্রায়
এই ফোঁটা ফোঁটা প্রাণ,নীল লতাপাতার
দেহখন্ড জুড়ে অস্ফুট ঘটনাক্রম,
গভীরতর দৃশ্যপটে আয়ুবর্তী হয় গুহা যত
আগুন সমারোহে ফুলকি ওড়ায় উন্মাদ শিল্পীর ছেনিহাতুড়ি
দ্যাখো,আমি তার মায়ার একাকী দিশেহারায়
মিশে যাচ্ছি জায়মান, ভেজা এই…
পাথর জন্মে বাঁধি ঘুঙুরের বোল
নাভিতে,উরুতে শরীরের সব ভাঁজে মিশে
রঙেরাও জ্যান্ত, নিরুপায়
আগুন দংশনে গুহার তোরণে তোরণে
নীল পদ্ম খুলে যায়
তুলির রোপণ ব্রত তুমুল তুমুল
ও নির্মাণ, ঘুম ভেঙে শুনো
প্রতি নিদ্রাকালে অশ্রুময়
ঘুঙুর বাজছে পাথরের মুগ্ধ পায় পায়…