কবিতায় বিশ্বজিৎ by TechTouch Talk · Published November 3, 2019 · Updated November 3, 2019 শুভেচ্ছা ভালো থাকা বড়ো কঠিন কাজ কঠিনের থেকেও কঠিন।তুমি ভাব আলোতেই আনন্দ… আমি আনন্দ ধরে ধরে খাই তবুও আনন্দ কোথায়!সাতরঙা রামধনু সাজিয়ে বসে আছে কপাল। কপালেরও কপাল ভালো নয়! আহা!মরি মরি করে তুমিও বাগান সাজিয়ে যাও। নীরবতা জানে তোমার পৃথিবী কোনদিকে ছুটছে…Spread the love
0 ছোটগল্পে মিঠুন মুখার্জী August 10, 2020 by TechTouch Talk · Published August 10, 2020 · Last modified June 3, 2022