কবিতায় প্রণব বসুরায়
কালো কবিতা (৩)
ধুলোর মতো ভাসছি হাওয়ার ত্বরণে
পতন অনিয়ন্ত্রিত, উড়ানও ইচ্ছাধীন নয়
ব্রতপালনের পর্ব শেষ হয়ে গেছে
— সেই মতো বুঝি।
নদীর ঠান্ডা জলে আচমন করি, শরীর ভিজিয়ে
পাড়ে দাঁড়িয়ে লক্ষ রাখছে পথের কুকুর
সে তো জানেও না আমি আর ওপরে উঠব না
এরপর জোয়ার এসে আমাকে সরাবে…
তারা-কথা (৫০)
শব্দ চিরে দেখি দানা আছে কিনা
আছে নাকি সাজানো সংসার, চড়ুইভাতির গান…
এত নৈঃশব্দ্য আমি সইতে পারিনা বলে
মাঝে মাঝে ‘হল্লা’ বসাই
ফুল থেকে উড়ে যায় তিতলিসকল, অনেক তফাতে
মাঝরাতে বাজ পড়ে, বৃষ্টি পড়ে না
আকাশ থমকে থাকে কালোয় কালোয়