কবিতায় পূর্বা দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সংবেদ
একটু একটু করে খুলে গেল রাতের পরত
ভেসে উঠল ভেজা তারারা
চম্পক, সুরদত্তা, মোহক –
নাম না জানা আরো, আরো অনেকে
কেউ গান গাইল, কেউ শোনাল গাঁথা
অতুলনীয় বাকশিল্প।
অপুর্ব মায়াময়তা বিন্দু বিন্দু মেঘজল হয়ে
ঝরে পড়ল তৃষ্ণার্ত মাটি প্রান্তরে।
কালপ্রবাহে ভেসে যেতে যেতে
উন্মনা এক প্রাচীন নক্ষত্র
উচ্চারণ করল সেই শাশ্বত আশীর্বাণী,
‘ এ সঙ্গীত চিরকালের,
এ মায়া কল্পযুগেরও আগের সৃষ্টি ;
এই অপরূপ রূপকথারা থেকে যাবে
বিলুপ্ত শহরে, ভেঙ্গে পড়া ইমারতের পাঁজরে।
হু হু বাতাসে বইবে
বাঁক ভুলে যাওয়া নদীর নতুন গতির সাথে;
জাগিয়ে রাখবে অনাগত কালকে
এমনি চির মোহবাসনায় ।’