একটি বিনিদ্র রাত, কিংবা,
দীর্ঘ একাকী দুপুরের পরে…
যখন, ঝুপ করে সকাল বা সন্ধে হয়…
হঠাৎই সম্বিৎ ফেরে…
নিমেষমাত্রেই উদাসীনতা উধাও হয়।
মন ভাবে, আর মনখারাপ নেই।
চোখে-মুখে খুশির মুখোশ লাগায়।
দ্রুত সেরে নেয়, হাতের কাজগুলো..
নিজেকে সাচ্ছন্দ্য দেখায় সবার কাছে।
হাসিখুশি, সাবলীল, প্রাণবন্ত হতে হয়।
আবারো, যখন একলা হয়…
খুঁজে নেয়, তার সেই প্রিয় কোনখানা।
চোখেমুখে নেমে আসে উদাস ছায়া…
মনের গহনকোণ থেকে জীবন্ত হয় যন্ত্রণা।
দুঃখযাপন হয়,একান্তে,অতি সংগোপনে…
দুঃখ নিয়ে এমন বিলাস করতে..
অনেক কষ্ট জমাতে হয়।
বুকের ভিতর অনেকটা জায়গা রাখতে হয়।
বড় বড় পাথর চেপে রাখতে হয়।
দুঃখবিলাসী হতেও, অনেক শক্তি লাগে…