কবিতায় নিশীথ ষড়ঙ্গী

মাধুর্য

জল থেকে ঠোঁটের দূরত্ব কতোটুকু!
জলপাত্র হয়ে আছো আজো
তৃষ্ণার্ত শব্দের কাছে পৌঁছে যেতে পারোনি এখনো,,,
সারল্য বোঝেনি ঠোঁট, অন্ধকারে মুছে গেছে আলো
উড়ে উড়ে ম্রিয়মাণ হয়ে আছে অন্ধআর্তডাক
তুমি শুধু আশ্চর্য, অবাক
উৎপীড়ন চেয়েছো স্বেচ্ছায়,,,,
আকাশ ছড়িয়ে আছে ময়ূরপুচ্ছের মতো মেঘে
আবিরছোঁয়ানো আর নত–
দূরত্বতো ভ্রমমাত্র,অংশত গণিত
তুমি তার হাহাকার, তুমিতার ধমনীতে বাহিতশোনিত

তৃষ্ণার্ত ঠোঁটেরকাছে তুমি জল,কল্লোলধ্বনিতে তবে
ঝরে পড়বে কবে!,,,,,

Spread the love

You may also like...

error: Content is protected !!