নিবিষ্টমনে কিসের যেন মূর্তি আঁকছেন মানুষটি
আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে পাথরের উপর
প্রত্যুষে সূর্যোদয়ের মতো লাল রঙে নীল মিশে যাচ্ছে
বড় বড় চোখ করে কে যেন তাকিয়ে আছে
পাথরের চেয়ারে বসে কে যেন ঢুলছে
মৃদুস্বরে বলে উঠছে আরিববাস
একফালি চাঁদের আলোয় কে যেন মুখ দেখছে
চোঙাকৃতি একটি মুখ ধরতে চাইছি অনবরত
বুকের বাঁ পাশের পৃথিবীর মতো লাল ছবি
২.
সত্যের আড়ালে মিথ্যের বিষবাষ্প
পথ হেঁটে যাচ্ছি
যুগে যুগে অন্তর্দ্বন্দ্ব
কাকের বাসায় কোকিলের ডিম
স্বচ্ছতা কোনো খানেই নেই
খুব গভীর ভাবে দেখলে সত্যের আড়ালে মিথ্যের বিষবাষ্প ঘর থেকে অফিস, অফিস থেকে আকাশ ,আকাশের চাঁদেও
কে কাকে জবাব দিই
মিথ্যে সত্য প্রমাণ করতে করতে জুতো ক্ষয় হয়ে যায়
ঘটি – বাটি বেচে শূন্য ঘর
রক্তে রক্তে কামনা জেগে ওঠে
নতুন পুরাতন হয়ে যায়
শুরু হয় তিরস্কার
হাসির বাজনা বাজে
মাটি ভুলে যায়
অক্ষর মুছে দিই
কারোর চোখেই মানুষ হওয়া যায় না
ধর্মে ধর্মে আমাদের ক্রোমোজম বাসা বাঁধে
কবে মানুষ হবো !