কবিতায় নাসির ওয়াদেন
গ্রাম
নেশা লেগে গেলে অন্ধকার কারও কাছে
নিবিড় আলোর দাগে হাত মেলায় সুখি
শ্যামল প্রান্তর যেখানে কাঠবেড়ালি গাছে
চড়ে পেয়ারা খেতে চেয়ে আজ বড়ো দুখি
ছোট ছোট ঘাস কথা কয় উঁকি মারে আলোয়
প্রজাপতি রঙ ঢালে, গিরগিটি শুষে সেই রং
ছোট্ট বাখারি খাল, নোনা মাছ ভাসে জলে ওই
কিচিরমিচির বাতাস শনশন বহে থৈ থৈ গাঙ
একটু বৃষ্টি হলে রামধনু সাতরঙে দিগন্ত রাঙায়
আকাশের নিচে জ্বলে গাঁয়ের প্রদীপ, সাঁঝবেলা
মাঠে মাঠে গো-ধেনু ডাকে, হাঁস চড়ে ডাঙায়
মাছের বুকে কান্না শুনি, চাঁদ জ্বলে কালবেলা
ফিরে যেতে চাই সৌন্দর্যের কাছে নবীন ক্ষেতে
যে জীবন ফিরে আসে প্রতিটি সকালে সন্ধ্যেতে