কবিতায় দীপ্তি মানাই ঘোষ

দীপ্তি মানাই ঘোষ,প্রথম দশকের শেষের দিকে লেখালেখির সূচনা লগ্ন।প্রথম প্রকাশিত লেখা হয়-চৌডল পত্রিকায়।লিখছেন প্রথমসারি লিটল ম্যাগাজিন গুলিতে। বহমান জীবনের যা কিছু সত্য আন্দোলিত করে, যা কিছু হৃদয় নিঙড়ে উঠে আসতে চায় তা-ই লেখার প্রেরণা। আর একজন পাঠকও যদি ভালোবাসে, সে-ই প্রেরণা হয়ে ওঠে।

অভিমান

সেই অন্ধকার।যখন তুমি বুঝবে তোমার বাহাদুরির কঠিন হৃদয় আসলে  পাখির চেয়েও নরম।মাছের থেকেও ঠাণ্ডা।

প্রেম

একটি সমুদ্র।যার নাম নেই।অবয়ব নেই।সীমা নেই।সম্পর্ক নেই।সংখ্যা নেই।শুধু বয়ে চলা আছে।

প্রেমিকা

দূর থেকে ভেসে আসা অজানা ফুলের গন্ধ।যাকে অনুভবেই আনন্দ।জানতে গেলেই নষ্ট সব।

সম্পর্ক

একটি শর্তসাপেক্ষ বাগান।যত্ন করলে ফুল ফুটবে।অযত্নে নষ্ট

শরীর

একটি জলাশয়।ডুব দিলে সুখ।তর্পনে শান্তি।সাজালে আনন্দ। ঘাঁটলে নর্দমা।
Spread the love

You may also like...

error: Content is protected !!