কবিতায় তনিমা হাজরা

পরিশীলিত
এক শহরে থাকলেই বুঝি দেখা হয়,
পথিক বেছেছে যে যার মতোই বাসরুট,
শরীরে এখনো তবুও যে তার যান চলাচল,
মাথার ভেতর এখনো তো স্মৃতির কোলাহল।
সাধ্য থাকলেই বুঝি উপহার কেনা যায়,
দেওয়া যায় বুঝি কুরিয়ার করে পাঠিয়ে,
ফেরত এসেছে অহেতুক আদিখ্যেতা,
ফেরত আসেনি প্রথম দেখার কথকতা।
তবু,কিছু বিচ্ছেদে পুড়ে পুড়ে হই এখনো মিলিত,
তবে,এখন আমরা বেশ অনেকটাই পরিশীলিত,
ঝগড়া, বিবাদ, খুনসুটি,অভিমান সেসব কিছুই নেই,
মৃত্যু গিলেছি কী অনায়াস সহজেই।