কবিতায় জগন্নাথ চ্যাটার্জী
by
TechTouch Talk
·
Published
· Updated
যে খোঁজের বাজারমূল্য নেই
টুপ টাপ- টুপ টাপ, ঝরছে। শ্রাবণের এখনও ঢের দেরি।
‘শার্লক হোমস’ আর ‘পূর্ব-পশ্চিমে’ মন কষাকষি এখন আম বাত হয়ে উঠেছে।
একরোখা জীবনে শান্তি বলতে ছিল শুধু গীতবীতান।
হারমোনিয়ামটা বড্ড বেসুরো আজকাল,আঙুলের ছোঁয়ায় যেন বুকে গভীর ক্ষত এঁকে দিচ্ছে।
কত কামসিন রাতের চৌকিদার উলঙ্গ বালিশ গুলি এখন উলম্ব সমান্তরাল।
চোখে চোখ পড়লে শুধু মনে আর মন মেশে না। এক অদ্ভূত সামন্তপ্রথা নিঃশ্বাস জুড়ে
বাঘ সিংহের লড়াইটা যেন বসন্তের কৃষ্ণচূড়া– রাধাচূড়া।
রিষড়ায় কেনা জমাকালো বাজারের থলেতে জমা করা অভিমান আর হ্যাংগারে ঝোলানো ময়লা
শার্টে লেগে থাকা অবহেলা, একটু একটু করে গড়ে তোলে ‘মহাভিনিস্ক্রমণের’ বহুতল।
তবুও দিন কাটে।রাত কাটে।রতি কাটে। যৌবন পাড়ি দেয়- উত্তাল সেনস্কেস
ক্রমশ পরিণত হয় শান্ত ইছামতিতে, বুঝে নেয় বাজারমূল্য
অনন্তকাল ধরে যে বয়ে চলেছে! নির্ঘুম কোনো বীজের মধ্যে…..
কেবল এজীবন খোঁজে, সেই আলোর নদীটিকে……….