যত ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছ অবাধ জঞ্জাল
আসলে ততটা পরিষ্কার হচ্ছে না ঘর
সেক্ষেত্রে নির্ভেজাল জিভ আর কাজ করছেনা খুব একটা
অক্ষরে অক্ষরে পূরণও হচ্ছেনা সকলের উর্ধ্বমুখী দাবি
বারান্দা থেকে ঝাঁপ দিলে লক্ষণরেখার কোনো নিয়ম ছিলোনা কখনোই
আজও নেই
তবু লাফিয়ে পড়তে গেলে সকলে মাথার দিকে তাকাচ্ছে প্রতিদিন–