কবিতায় কল্পর্ষি বন্দ্যোপাধ্যায়
শিরোনামহীন লেখা
১
শিরোনামহীন যা কিছু লিখেছি আমি দাহপত্রে
প্রত্যায়িত চিঠির নকলে ,দেখি আজ বৃথা যায়
বন্দরের স্থির প্রশ্নে
নাবিক আহত জাগে ,ব্যথার জাহাজ যায়
নিরুত্তর প্রেমিক দেবতা
তোমার চোখের কাছে আমার প্রয়াসগুলি
নুয়ে থাকে
সাম্প্রতিক হতাশায় বাদুড়ের মতো ,যেন চেষ্টা
আন্তরিক
সিগারেট ধরানোর, একা হয়ে যাওয়া সন্ধ্যার বিষে
কালবোশেখির ঝোড়ো হাওয়া লেগে ,বাতি নিভে গেলে
লোকহিতার্থে প্রার্থনা করি ,ঝড় থেমে যাক ।
টানাবারান্দায় মোমবাতি জ্বলে ,ক্ষয়ে ক্ষয়ে যাই
অসুখ অসুখ
২
সকলে বোঝেনা,কেউ কেউ বোঝে
হাওয়া ভারী হয়, নোঙ্গর তলিয়ে যায়
জলের গভীরে। সূর্যের আহ্নিক গতি
নদীটির স্পর্শে এসে থামে ।
দৃশ্যগুলি জরদগব,আলো ছাড়া
অনুভূতি ছাড়া, হৃদয়ের
কোনোরূপ প্রেরণা ছাড়াই
অভিনীত হতে থাকে বার বার
তোমার চোখের থেকে দূরে
স্নায়বিক তন্তুজাল ছিঁড়ে ।