রেহিঙ্গা/উদ্বাস্তু”
সময়ের ফেরে বা ভাগ্যের পরিহাসে
স্বদেশ হতে বিতাড়িত, অন্য দেশে,
নিজের ঘর, আশ্রয়ের ঠিকানা খুঁজে নেওয়া,
অস্তিত্ব রক্ষা, বাঁচার লড়াইয়ের তাগিদে।
সংখ্যাগরিষ্ঠ এরা খুব বেশি নয়
পর দেশকে ভালোবেসে আপন করে,
বসবাস ,বংশবিস্তার ,কালের নিয়মে,
নাগরিকত্বের অধিকারের লড়াইয়ে বর্তমানে।
মনুষ্যত্বকে বন্ধক রেখে,
অবিশ্বাসের পাল্লা ভারী হয়ে ওঠে,
ব্ল্যাকহোলের অন্ধকারে হারিয়ে যাওয়া,
পিপাসিত জিহবা মরীচিকার বিভ্রান্তি দৃষ্টিতে।
ওদের পরিচয় প্রতিবেশী থেকে,
নিজভূমে আজ ওরা পর দেশী সর্বহারা,
রাজনীতির জাঁতাকলে পড়ে,
পেশাই চলছে মানবিকতার,
মানবিকতা মনুষত্ব যখন চিল শকুনের সুস্বাদু আহার।
***প্রার্থনা ওরা যেন শান্তিতে বাঁচে,
পরদেশী/স্বদেশী নাগরিকত্বের পরিচয়ে।