রাস্তা বা কোন কিছুর দূরত্ব মাপে সহজেই
কিলোমিটারে মাইলে আলোকবর্ষে
সম্পর্কের দূরত্ব মাপা অত সহজ কি
মানসিক দূরত্ব তৈরি হয় অবহেলায় অযত্নে ।
জন্মসূত্রে অনেক সম্পর্কে জড়িয়ে
বন্ধুত্ব প্রেম খুঁজে নিতে হয় নিজেকে
আবেগ অনুভূতি ভালবাসার সম্পর্ক গড়ে
প্রকৃত প্রেম নিঃসহায় ভুল বোঝাবুঝি সৃষ্টি দূরত্বে
চাওয়া পাওয়া কামনা-বাসনা ইগোর লড়াইয়ে সম্পর্কের দূরত্বের ব্যবধান বর্তমানে প্রাধান্য পেয়ে ।
দৃষ্টিতে দূরে থাকলেই কি দূরে থাকা যায়
দূর থেকেও আপন করে সম্পর্ক বন্ধনে
সম্পর্ক শিশুর ন্যায় যা যত্নে বেড়ে ওঠে
দূর নিকট নির্ভরশীল সম্পর্কের দৃষ্টিতে ।
দূরত্বের কারণে হারিয়ে যাওয়া কখনো
আত্মার অমোঘ টানে দূরত্ব নিকটে
মন যা দ্রুতগামী বিচরণে কর্ষণে
বৈজ্ঞানিক আবিষ্কারে দূরত্ব আজ নিকটে
কখনো আলোকবর্ষ কাছে মনে হয় ব্যবধান কমে…