• Uncategorized
  • 0

কবিতায় উজ্জ্বল মল্লিক

করোনায় কী হারালাম!

মনের দুয়ারে পড়েছে আগল,
ছিল শুধুই বাহ‍্যিক মেলামেশা,
সেটাও এবার দেখি বন্ধ হ’ল-
বিরাজে নিঃসঙ্গতারই শূণ্যতা।
মহামারীর প্রকোপ অব‍্যাহত,
লড়াই চলুক দা‍ঁতে দাঁত চিপে,
মাগি না করুণা, করোনার কাছে,
বিজয়ী হবই,এ দৃঢ় প্রত‍্যয়ে।
ওড়বে নিশান,বিজয় কেতন
দূর করি মানবিক অনুভূতি;
সন্দেহের অনলে সকলে ঢাকি
সম্পূর্ণ বৃত্ত, দুয়ার বন্ধ রাখি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।