• Uncategorized
  • 0

হাতে পাঁচে কবিতায় আমিনুল ইসলাম

জন্ম:-০৩/০১/১৯৭৪ গ্রাম:- সরডাঙা, বীরভূম। কাজের সূত্রে ২০০৫-২০১৪ দিল্লিতে, বর্তমানে মুর্শিদাবাদ জেলার- বহরমপুর ছোট ব্যবসায় যুক্ত ও ভাড়াই বসবাস। প্রকাশিত কাব্যগ্রন্থ:- রক্তক্ষয়ী চুম্বন, গুপিযন্ত্র প্রকাশনা। ভুবনডাঙা নামক ওয়েব ম্যাগাজিন-র পরিচালক।

উৎসমুখ 

কার্নিশে ঝুলে পড়েছে রাতের নক্ষত্র, গহীন অন্ধকার খুলে ফেলছে মেঘ
শরীরে লুকোনো আগ্নেয়গিরি মেলে ধরে ফুটন্ত গোলাপের
যৌনতা
বিড়ির সুখ-টানে চেয়ে থাকে যুবতী আলো
ঘুঙুরের তৈলাক্ত স্বপ্নের রস ছাপিয়ে দু এক ফোঁটা অন্তর্বাসে ছায়া ফেললে একটি অপটিক্যাল জীভ খেলা করে নাগরদোলায়
শুকনো তেজপাতার কন্ঠে জেনে নিও প্রলাপের জন্ম যন্ত্রণা
কঁকিয়ে কঁকিয়ে বেঁচে থাকার আঁতুর সম্ভব
একটি বিড়ি পুড়িয়ে নিয়ে যায় বয়সের ছাপাখানা
সিগন্যালে দাঁড়িয়ে থাকে অসংখ্য নিষিদ্ধবেড়াল
চোখের দলা পাকিয়ে ছোট্ট শিশুটির আনন্দ প্রকল্পে বাজিয়ে দাও যন্ত্রণার বাঁশি
এসো ঈশ্বর জাগাও ভুতুড়ে পাততাড়ি সমুহ সংসারের ক্ষয়িষ্ণু মেরুদণ্ডের হিমাঙ্কে নেমে আসা পতনের উৎসমুখ
Spread the love

You may also like...

error: Content is protected !!