কবিতায় অর্ঘ্য দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পায়ের তলায় আকাশ
আকাশ হতে চেয়ে ঝরে গেছে ওরা
জমে আছে বৃষ্টিস্নাত শহরের গর্তে
আমার কাঁধে এমনই অনেক
আত্মহত্যার দায়ভার
প্রচ্ছন্ন নীরবতায় মাথা নিচু করে হাঁটি
ওদের বুকে আকাশ:
অন্ধ কিছু গহ্বর হাঁ করে আছে
পাখি নেই, তারা নেই
তবু একই রকম নীল।