• Uncategorized
  • 0

কবিতায় অভি সমাদ্দার

ব্যক্তিগত চিঠিপত্রের অংশ

আমরা তেমন কেউ নই
দু’পাতা ইচ্ছে বোধে
দু’পাতা আয়ু লিখে থাকি
আকাশের গলায় আটকে যাওয়া
আকণ্ঠ চাঁদ ছাড়া
আমাদেরও তেমন কোন নিসর্গ  নেই
তেমন কোন বিষাদসন্দর্ভ !
শুধু ,  ফাল্গুন হাওয়া হঠাৎ করে বেড়াতে এলে
জিজ্ঞেস করি ঃ কেমন আছেন রূপসায়রের ঈশ্বরবাবু?
তাকে বলো একবার  যেন ঘুরে যায়
রাত্রি নক্ষত্রের নীচে
এই  জীবন ঠেক আমাদের
অলীক গিঁট কিম্বা  নৈঃশব্দ্যের প্যাঁচ খুলে
এই যে বহতা ছলাৎ
আসুন এ-কে  চুমুকে পান করি
প্রিয়দর্শী
জানি, আমিই আমার ব্যাথার অঙ্কুর
তবুও চেয়েছি তোমার রূপকল্প ভেঙে যাক
নদীর উল্টোপিঠে যেটুকু ফুলের নির্জন
ঘন্টার  উল্টো পিঠে যেটুকু পবিত্র ধ্বনি
চেয়েছি তুমি তার সঙ্গী হও
ফুটে ওঠার উপমানে
কতো আর একার উপমা লিখে যাবে
তারচেয়ে
চূড়ার মঞ্জিল  ছুঁড়ে  নেমে এসো
হাতে নাও ধূলার-ফসল, জলেরও বেদনাগুলি
যে অন্তরীণ
তার দরোজায়, সঙ্গলীন
টোকা দাও বাংলা কবিতা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।